কিশোরগঞ্জ-গানে গানে পালন করা হয়েছে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১০৫তম জন্মবার্ষিকী। গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সভাপতি মু আ লতিফের সভাপতিত্বে বক্তৃতা দেন নাট্যজন আতাউর রহমান খান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত লোকসংগীত শিল্পী আবুল হাশেম ও বাঁধন রায়।

অনুষ্ঠানের শুরুতেই কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি মো. জিয়াউর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম রেজা।