বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ আছে ২ হাজার ২৬০টি। এর মধ্যে পাঁচ শতাধিক কলেজে অনার্স আছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট শিক্ষার্থী প্রায় ২৯ লাখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তাঁরা অনার্স প্রথম বর্ষে অনলাইনে ভর্তির কাজটি করে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছেন। তবে এখনো সুনির্দিষ্ট সময় ঠিক হয়নি। অন্যান্য বর্ষের ক্লাসও অনলাইনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরীক্ষা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সশরীরে নেওয়ার পরিকল্পনা তাঁর।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন উপাচার্য মশিউর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।