আজিজ উল্লাহ, টেকনাফ:
টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত সরদার সন্ত্রাসী জকির বাহিনীর প্রধানসহ শীর্ষ তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যাবেলা শালবন গহীন পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে।র্যাব -১৫ এর বিশেষ সুত্র এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের শাল বাগানস্থ পাহাড়ে ডাকাত দলের গোলাগুলির খবর পাওয়া যায়। খবর পেয়ে টেকনাফ র্যাব ক্যাম্পের ইনচার্জ বিমান কুমার চন্দ্রাকারের নেতৃত্বে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালাতে থাকে। পরবর্তীতে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে র্যাব ৩টি মরদেহ ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।
র্যাব টেকনাফ ক্যাম্পের ইনচার্জ এএসপি বিমান কুমার চন্দ্রাকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির এবং তার বাহিনীর ২ সদস্য হামিদ ও জহির গোলাগুলিতে নিহত হয়েছে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।