রাজশাহী বিশ্ববিদ্যালয় ।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রী তিন ব্যক্তির বিরুদ্ধে তাঁদের পোশাক নিয়ে বিরূপ মন্তব্য ও মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন। ভুক্তভোগী ছাত্রীদের ভাষ্য, হেনস্তাকারী তিনজনের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রী ও আরেকজন প্রহরী। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের পাশে এ ঘটনা ঘটে বলে ছাত্রীরা দাবি করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী দুজন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) সদস্য। আজ শনিবার সংগঠনের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য মো. ইব্রাহিক খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানানো হয়।